ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় আহত সাংবাদিকের মৃত্যু
ঝিনাইদহ শহরে মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক সাংবাদিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাংবাদিক সেলিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন।
সেলিম মিয়ার জামাতা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর শ্বশুর ব্যক্তিগত কাজে ঝিনাইদহ শহরের আলফালাহ হাসপাতাল এলাকায় যান। কাজ শেষে হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরিবার সূত্রে জানা যায়, সেলিম মিয়াকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত দুইটার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইমতিয়াজ আহমেদ বলেন, আগে থেকে তাঁর শ্বশুরের হার্টের সমস্যা ছিল। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, মাথার আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ ও হৃদযন্ত্রের সমস্যায় তাঁর (সেলিম মিয়ার) মৃত্যু হয়েছে।
সেলিম মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। তিনি জানান, রাতেই পরিবার ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলে সাংবাদিক সেলিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাবের সদস্যরা শোকাহত।