ঈশ্বরদীতে ডায়রিয়ায় আরও এক নারীর মৃত্যু, চার দিনে চিকিৎসা নিয়েছেন ২৪৭ জন
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরও ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন আরও এক নারী। এর আগে গত চার দিনে চিকিৎসা নিয়েছেন ২৪৭ জন। এ দিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৭৬ জনে। রোগীদের অধিকাংশই ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইডিজেড) শ্রমিক।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সকালে মারা যান মাহফুজা খাতুন (২৯) নামের এক নারী। তিনি ইপিজেড কর্মী ও উপজেলা সদরের পিয়ারাখালী জামতলা এলাকার সাগর হোসেনের স্ত্রী। এর আগে গতকাল সোমবার রাতে কনা খাতুন (২৫) নাকে এক নারীর মৃত্যু হয়। তিনিও ইপিজেড কর্মী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডায়রিয়ায় আক্রান্ত মাহফুজা বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। ডায়রিয়ার সঙ্গে তাঁর প্রচণ্ড বমি হচ্ছিল। বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বিকেল থেকে ঢাকা থেকে আসা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইইডিসিআর) ছয় সদস্যর একটি প্রতিনিধিদল কাজ শুরু করেছে। প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন ইনস্টিটিউটের চিকিৎসক এ এইচ এম মোস্তাফা কামাল। প্রতিনিধিদলটি ইপিজেডসহ বিভিন্ন এলাকা পরিদর্শন ও নমুনা সংগ্রহ করছে বলে জানা গেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে আসতে শুরু করেন। কিছুক্ষণ পর পর নতুন রোগী হাসপাতালে আসছেন। অনেকে আবার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। সর্বশেষ আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আরও ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জন নারী। এ দিয়ে মোট রোগী ভর্তি হলো ২৭৬ জন। এর বাইরে উপজেলা সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ইপিজেড হাসপাতালে রোগীরা চিকিৎসা নিয়েছেন। এসব হাসপাতাল থেকে অনেক রোগীর অবস্থার অবনতির পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান বলেন, পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে।
আইইইডিসিআর–এর প্রতিনিধিদল পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিবাহিত কোনো জীবাণু থেকে ডায়রিয়ার এই প্রকোপ তৈরি হয়েছে। রোগীদের সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে।