মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

মৃত্যু
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. সালাউদ্দিন ব্যাপারী (৭০)। তিনি মিরেশ্বরাই গ্রামের প্রয়াত আলীনূর ব্যাপারীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন ব্যাপারীর ছেলে সবুজ ও শুভর সঙ্গে একই এলাকার সাদ্দাম, তাজ উদ্দীনদের পূর্ববিরোধ ছিল। বছরখানেক আগে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিসও হয়েছে। বিরোধের জের ধরে গতকাল রাতে আবারও পক্ষ দুটি ঝগড়ায় জড়ায়। এ সময় সালাউদ্দিন ব্যাপারী ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষের মারধরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তবে তাঁর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দৃশ্যমান ছিল না। তাঁকে মারধর করে মারা হয়েছে—এমন কিছুও কেউ বলেননি।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, মৃত ব্যক্তি স্ট্রোকের রোগী ছিলেন। তিনি মারধর, নাকি স্ট্রোকের কারণে মারা গেছেন, সেটি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ব্যক্তির ছোট ভাই কবির ব্যাপারী বলেন, বিনা কারণে সাদ্দামরা গতকাল রাতে তাঁর ভাতিজাদের সঙ্গে ঝগড়ায় জড়ান। পূর্বপরিকল্পিতভাবে সাদ্দাম, তাজ উদ্দিন, মাসুম, সফি ব্যাপারীসহ কয়েকজন বাড়িতে হামলা করেন। তাঁর ভাই থামাতে গেলে তাঁকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি, লাথি দেন তাঁরা। তাঁদের পিটুনিতেই তাঁর ভাই মারা গেছেন। তাঁরা এই হত্যাকাণ্ডের বিচার চান।

এদিকে এ ঘটনার পর থেকে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়ে আত্মগোপনে আছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।