মদনে ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার নামে মামলা

নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার মদনে এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগে এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেছেন উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুর রাজ্জাক। মামলায় ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেনু তালুকদারকে আসামি করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রেনু তালুকদার গতকাল দুপুরে জমির দাগ নম্বর সম্পর্কে তথ্য জানতে ফতেপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। এ সময় উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুর রাজ্জাক অনুপস্থিত ছিলেন। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি চলে যান। পরে বেলা পৌনে তিনটার দিকে আবদুর রাজ্জাক কার্যালয়ে গেলে রেনু তালুকদার তাঁর কাছে গিয়ে দুটি জমির দাগ নম্বর সম্পর্কে তথ্য জানতে চান। এ সময় রাজ্জাক তাঁকে তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

ভূমি কর্মকর্তা আবদুর রাজ্জাকের দাবি, রেনু তালুকদার ভূমি কার্যালয়ে এসে ভলিয়ম দেখতে চান। এতে বাধা দেওয়ায় তিনি (রেনু) অহেতুক তাঁকে মারধর করেছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা রেনু তালুকদার বলেন, ‘বিষয়টি বলাও আমার জন্য লজ্জাজনক। আমি ভূমি অফিসে গিয়ে জমির দাগ নম্বর সম্পর্কে জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন যে তিনি দাগ নম্বর দেখাতে পারবেন না। তাঁর ইচ্ছেমতোই অফিস চলবে। যেদিন সময় পাবেন, সেদিন দেখাবেন। কথা–কাটাকাটির একপর্যায়ে তিনি আমার জামার কলার ধরে ঘুষি মারেন। পরে আমি ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে নাটক তৈরি করেন।’ আবদুর রাজ্জাক টাকা ছাড়া কোনো কাজ করেন না বলে রেনু তালুকদারের অভিযোগ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘মারধরের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যেহেতু কর্মরত অবস্থায় একজন সরকারি কর্মকর্তাকে মারধর করা হয়েছে, তাই থানায় মামলা করতে বলা হয়েছে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, এ ব্যাপারে গতকাল রাত ১২টার দিকে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।