প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা করে জরিমানা গুনলেন বাদী

আদালত
প্রতীকী ছবি

মৌলভীবাজারে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বাদীকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ আদেশ দেন। আর অভিযোগ থেকে খালাস পেয়েছেন প্রতিপক্ষের পাঁচজন।

একই সঙ্গে বাদীকে ওই মামলায় খালাস পাওয়া পাঁচ বিবাদীকে ক্ষতিপূরণ বাবদ এক হাজার টাকা প্রদান, অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ড পাওয়া ওই বাদীর নাম মো. শফিক মিয়া। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ আগস্ট মো. শফিক মিয়া তাঁর বসতবাড়ি-সংলগ্ন কবরস্থানের জায়গার বিরোধসংক্রান্ত মারামারির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার বাদী ও বিবাদী উভয়ই একই এলাকার বাসিন্দা। পুলিশের তদন্তে ওই ১৩ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী প্রণব চন্দ্র গোপ প্রথম আলোকে বলেন, ২১ আগস্ট ওই মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে পাঁচ আসামি আবু তালেব, মুকিত মিয়া, ফুরকান মিয়া, মনাফ মিয়া ও লতিফ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়। ওই দিন আদালত বাদীকে মিথ্যা মামলা করার কারণ দর্শানোর আদেশ দিয়েছিলেন। আজ কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় আদালত তাঁকে জরিমানার আদেশ দিয়েছেন।

আজ আদালতে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী গিয়াস উদ্দিন আহমদ ও বাদীপক্ষে ছিলেন আইনজীবী বদরুল হোসেন।