টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, শিডিউল বিপর্যয়

ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় আউটার লাইনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলের সময়সূচির বিপর্যয় ঘটেছে।

টঙ্গী রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেনটি ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় আউটার লাইনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

কর্তব্যরত স্টেশনমাস্টার মো. রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, টঙ্গীর বউবাজার এলাকায় আউটার লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। অন্যান্য ট্রেন চলছে। তবে নির্ধারিত শিডিউলে কিছুটা বিপর্যয় ঘটেছে। লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।