সড়কের পাশে পড়ে ছিলেন বিএনপি নেতা, হাসপাতালে নিয়ে জানা গেল মৃত

গোলাম কিবরিয়াছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে একটি সড়কের পাশে গোলাম কিবরিয়া ওরফে রাঙা (৩৭) নামের এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেলসহ পড়ে ছিলেন। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জানা গেল, তিনি মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আক্কেলপুর উপজেলার ভিকনী সেতু এলাকায় আক্কেলপুর-বগুড়া আঞ্চলিক সড়ক থেকে তাঁকে উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা বলছেন, গোলাম কিবরিয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত গোলাম কিবরিয়া পাশের ক্ষেতলাল উপজেলার মামুদপুর চৈতাপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন। তিনি মামুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কে এম রিজভান আল জিহান প্রথম আলোকে বলেন, গোলাম কিবরিয়ার কপালের ডান পাশে ও ভ্রুতে ক্ষতচিহ্ন ছিল। জরুরি বিভাগে আনার আগেই তাঁর মৃত্যু হয়। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মোটরসাইকেলে আক্কেলপুর পৌর শহরে আসেন গোলাম কিবরিয়া। এরপর সন্ধ্যার দিকে তিনি বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলাম কিবরিয়াকে রক্তাক্ত অবস্থায় সড়কে পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের বড় ভাই বাবু হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাবু হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছেন, ভাই মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল। ভিকনী সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তাঁর ভাই মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘শুনেছি সড়ক দুর্ঘটনায় গোলাম কিবরিয়ার মৃত্যু হয়েছে। তিনি ৭ নম্বর ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় গোলাম কিবরিয়ার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।