মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, অভিযুক্ত যুবক পলাতক

মানিকগঞ্জ সদর উপজেলায় এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। আজ শনিবার দুপুরে সদর উপজেলার বেংরুই গ্রামে
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলায় রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার বেংরুই গ্রাম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাবেয়া বেগম নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বেংরুই গ্রামে বাড়ির পাশের বাঁশবাগান-সংলগ্ন ডোবায় বৃদ্ধা রাবেয়ার গলা কাটা লাশ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আবদুর রউফ সরকার বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর লাশ নিহত বৃদ্ধার বাড়ির পাশের ডোবায় ফেলে রাখা হয়। ওই গ্রামেরই এক যুবক ধারালো বঁটি দা দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।