গাইবান্ধায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

পুলিশ কনস্টেবল সাজু প্রধান
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়িত্বরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। ওই পুলিশ সদস্যের নাম সাজু প্রধান (৫৬)।

পুলিশ জানায়, পুলিশ সদস্য সাজু প্রধান গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সম্প্রতি গাইবান্ধায় গোবিন্দগঞ্জে যোগ দেন। সাজু প্রধানের বাড়ি পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার তালুককৃষাণমাটেল গ্রামে। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তাঁর।

সহকর্মীদের বরাতে জানা যায়, রাতে দায়িত্বরত অবস্থায় আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

আজ বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, ‘আদালত চত্বরে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কনস্টেবল সাজু প্রধান হৃদ্‌রোগে আক্রান্ত হন। এ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আজ সকালে গোবিন্দগঞ্জে সাজু প্রধানের প্রথম জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’