নিহত স্কুলছাত্রের বাবা মতিয়ার রহমান বলেন, তাঁর ছেলে সকালে একটি বাইসাকেলে চড়ে বগুলাডাঙ্গী পাবনা পাড়া থেকে কোচিংয়ের জন্য যাচ্ছিল। সাড়ে সাতটার দিকে ভুল্লি বাজার এলাকায় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, রাব্বীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।