সুনামগঞ্জে বিএনপির আরও ৩ নেতা দল থেকে বহিষ্কার

উপজেলা পরিষদ নির্বাচন
প্রতীকী ছবি

দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দল থেকে বহিষ্কৃত তিনজন হলেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম ওরফে আজাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মজিদ ও উপজেলা যুবদলের সদস্য সাইফুর রহমান।

এই তিনজনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ পর্যায়ের পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, দলীয় নির্দেশনা অমান্য করে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলামের পক্ষে নির্বাচনী সভায় অংশ নেওয়ায় জেলা বিএনপির সদস্য মো. শাহজাহান মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না জানতে চাওয়া হয়েছে।

এর আগে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় শাল্লা উপজেলা বিএনপির সভাপতি ও এই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এই উপজেলা পরিষদের দুবারের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হওয়ায় দিরাই উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ও এই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীকে দলের পদবি ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। তবে এই নেতারা এখনো ভোটের মাঠে কাজ করে যাচ্ছেন।

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় প্রথম ধাপে ৮ মে ভোটগ্রহণ হবে।