যশোরের কেশবপুরে অপসারিত কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

কেশবপুর পৌরসভার অপসারিত কাউন্সিলর কামাল খানের বাড়িতে সোমবার রাতে ভাঙচুর চালানো হয়
ছবি: প্রথম আলো

যশোরের কেশবপুর পৌরসভার অপসারিত কাউন্সিলর আওয়ামী লীগ নেতা কামাল খানের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ওই কাউন্সিলরের অভিযোগ করেছেন, গতকাল সোমবার রাত ৯টার দিকে বিএনপির লোকজন তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ৯টার দিকে কেশবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর কামাল খানের বাড়িতে ১০-১৫টি মোটরসাইকেলে করে ২৫ থেকে ৩০ জন লোক হামলা চালান। এ সময় দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র মালামালসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়। তবে কামাল খান বাড়িতে ছিলেন না।

হামলার সময় দুই সন্তানকে নিয়ে বাসায় ছিলেন কামাল খানের স্ত্রী উর্মি খানম। তিনি বলেন, একদল লোক কামালের নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে আসলে তিনি ভয়ে দোতলায় উঠে যান। তারপরে সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরের আসবাবপত্রের ব্যাপক ভাঙচুর করে। তাঁরা কামাল খানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে ব্যাপক ভাঙচুর করে। সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান উর্মি খানম।

মুঠোফোনে কথা হলে কামাল খান বলেন, বিএনপির লোকজন এই হামলা করেছে। তিনি আওয়ামী লীগ করেন বলে তাঁর বাড়িতে এ ভাঙচুর চালানো হয়েছে। পুলিশকে ফোনে বিষয়টি জানালে তারা এসে বাড়িতে ঘুরে গেছে। স্ত্রী ও সন্তানরাসহ পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় আছেন।