পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
মাদারীপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরেফিন সিদ্দিক ওরফে সুজনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার মহিষেরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরেফিন সিদ্দিক সদর উপজেলার মহিষেরচর গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর তাঁকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে তিনি একজন ঠিকাদার ও ব্যবসায়ী। আরেফিন সিদ্দিক বর্তমানে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
সদর থানা-পুলিশ সূত্র জানায়, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় আরেফিন সিদ্দিক ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেন। ওই সময়ে পুলিশের ওপর হামলা ও সরকারি যানবাহন ভাঙচুরের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহিষেরচরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশে ওপর আক্রমণ, গাড়ি পোড়ানো মামলায় আরেফিন সিদ্দিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে তাঁর ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে।
ওসি আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ডাকের আগে ও পরে জেলার বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, সেসব ঘটনার সঙ্গেও আরেফিন সিদ্দিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁকে নিয়ে অভিযান চালিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।