সাতক্ষীরায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলিচাপায় শিশু নিহত
সাতক্ষীরা দেবহাটা উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলিচাপায় এক মেয়েশিশু নিহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দেবীশহর-বদরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মারিয়া সুলতানা (৮)। সে উপজেলার কালাবাড়িয়া গ্রামের দিনমজুর আলমগীর গাজীর মেয়ে। সে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে মারিয়া সুলতানা, তাঁর ভাই মোস্তাকিম গাজীসহ তিন শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছিল। দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে পণ্যবাহী একটি ট্রলি মারিয়াকে চাপা দেয়। এ সময় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজন ট্রলিচালককে আটক করেন।
মেয়ে নিহত হওয়ার খবর শুনে মা শিরিনা সুলতানা ঘটনাস্থলে এসে আহাজারি করতে থাকেন। কাঁদতে কাঁদতে শিরিনা বলেন, ‘আমার সোনাকে সকালে খাইয়ে স্কুলে পাঠালাম, ১৫ মিনিটের মধ্যে আমি এ কী শুনলাম। আমার সোনাকে নিয়ে নিলে আল্লাহ তুমি, এ কী বিচার? খেয়ে না–খেয়ে ছেলেমেয়ে দুটিকে লেখাপড়া শেখানোর চেষ্টা করছিলাম। কত স্বপ্ন দেখেছিলাম ওদের নিয়ে। লেখাপড়া শিখিয়ে মানুষ করব। চাকরি করবে ওরা।’
দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকর স্বর্ণকার বলেন, ‘বিদ্যালয়ের সামনের সড়কটি অপ্রশস্ত। সড়কটি দিয়ে ট্রলি, ভ্যান ও মোটরসাইকেল দ্রুতগতিতে ইচ্ছেমতো চালাচল করে। সড়কের পাশে একটি বিদ্যালয়, এটা কেউই তোয়াক্কা করে না। বিদ্যালয় শুরু ও ছুটির সময় এই সড়ক দিয়ে যদি একটু আস্তে গাড়ি চালানো হয়, তাহলে দুর্ঘটনার আশঙ্কা থাকে না। নিহত মারিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ত। নিয়মিত বিদ্যালয়ে আসত। পড়াশোনায় আগ্রহ ছিল তার।’
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী।