ঠাকুরগাঁওয়ে প্রথম আলোর সাংবাদিকের ওপর হামলা, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ঠাকুরগাঁওয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাঁর পিঠে ছুরিকাঘাতের পাশাপাশি লাঠি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছেন।
আজ রোববার বেলা দেড়টার দিকে ঠাকুরগাঁও শহরের জজকোর্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাঁর মুঠোফোনটি ছিনিয়ে নেয়। এ ছাড়া বিক্ষোভ মিছিল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জজকোর্টের জানালা ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ঠাকুরগাঁও থানায় হামলা করতে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এর কিছু সময় পর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা জড়ো হন। একপর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেল সোয়া পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ ঘটনায় অনেকে আহত হলেও সঠিক সংখ্যা জানা যায়নি।
এর আগে কয়েক শ আন্দোলনকারী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে জড়ো হন। সেখান থেকে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে অন্তত অর্ধশত দোকাপাট ও সরকারি স্থাপনার জানালা ভাঙচুর করা হয়।