ঠাকুরগাঁওয়ে প্রথম আলোর সাংবাদিকের ওপর হামলা, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর

ঠাকুরগাঁও শহরে আন্দোলনকারীদের বিক্ষোভছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ঠাকুরগাঁওয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাঁর পিঠে ছুরিকাঘাতের পাশাপাশি লাঠি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছেন।

আজ রোববার বেলা দেড়টার দিকে ঠাকুরগাঁও শহরের জজকোর্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাঁর মুঠোফোনটি ছিনিয়ে নেয়। এ ছাড়া বিক্ষোভ মিছিল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জজকোর্টের জানালা ভাঙচুর করা হয়।

হামলাকারীরা সাংবাদিক মজিবর রহমান খানের পিঠে ছুরিকাঘাতের পাশাপাশি লাঠি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছেন।
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ঠাকুরগাঁও থানায় হামলা করতে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এর কিছু সময় পর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা জড়ো হন। একপর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেল সোয়া পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ ঘটনায় অনেকে আহত হলেও সঠিক সংখ্যা জানা যায়নি।

পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে
ছবি: প্রথম আলো

এর আগে কয়েক শ আন্দোলনকারী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে জড়ো হন। সেখান থেকে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে অন্তত অর্ধশত দোকাপাট ও সরকারি স্থাপনার জানালা ভাঙচুর করা হয়।