ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই যাত্রী। আজ শনিবার সকালে উপজেলার নন্দনপুর বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবদুল হাই (৬৫) ও জুনায়েদ মিয়া (২৭)। নিহত আবদুল হাই ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা এলাকার নুয়াব আলীর ছেলে। নিহত জুনায়েদ মিয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিয়াইর গ্রামের আবু মিয়ার ছেলে। আহত দুই যাত্রীর পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত অপর দুই ব্যক্তি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে সরাইল বিশ্বরোড মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরমুখী একটি ট্রাক নন্দপুর বাজার এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী আবদুল হাই। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৯টার দিকে জুনায়েদ মিয়া মারা যান।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।