রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোর পর্যন্ত নগরের বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামায়াতে ইসলামীর শাহ মখদুম থানার নায়েবে আমির হাফিজুর রহমান, নগরের বড় বনগ্রাম শেখপাড়ার ইদুল হোসেন (৪৫), একই এলাকার আবু হেনা মো. আহসান উদ্দিন (৩৮), কয়েরদাড়া বিলপাড়া মহল্লার মো. শিমুল (২৬), নতুন বিলশিমলা এলাকার হোসাইন রিফাত (২১) ও পাঠানপাড়া এলাকার বাকী বিল্লাহ (৫৭)। তাঁদের মধ্যে দুজন পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। অন্য চারজনকেও আটকের পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুরে পুলিশের একটি দল উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থান করছিল। দলটি খবর পায়, জামায়াতের আমির শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে উপশহর মোড়ে অবস্থান নিয়েছেন। তখন পুলিশের দলটি সেখানে গেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দিগ্‌বিদিক ছুটতে থাকেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলে উপপরিদর্শক (এসআই) আবু হায়দার বাঁ চোখে গুরুতর আঘাত পান। এ ছাড়া কনস্টেবল আহাদ আলী মাথায় আঘাত পান। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদি বই, ব্যানার, বাঁশের লাঠি, ইটের টুকরাসহ নানা আলামত জব্দ করে। এ নিয়ে রাতেই একটি মামলা করা হয়। ওই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।