পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আটক ৫

মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজারের কুলাউড়ায় আসামিকে গ্রেপ্তারের সময় হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নে এ ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে।

থানা–পুলিশ সূত্রে জানা গেছে, কাদিপুর ইউনিয়নের একটি গ্রামে প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদ মিয়া (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি কুলাউড়া থানায় মামলা হয়। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিফতার নেতৃত্বে পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে আজাদ মিয়াকে গ্রেপ্তার করে। তখন আজাদের আত্মীয়স্বজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। পরে তাঁরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যান। এতে এসআই সালাউদ্দিন মিফতা ও আনোয়ার মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) তপন কুমার দেব ও কনস্টেবল আফরোজ মিয়া আহত হন। খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এএসআই তপন কুমার দেব মুঠোফোনে বলেন, ‘আসামি আজাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাঁর আত্মীয়স্বজনেরা এসে আমাদের ওপর চড়াও হন। এ সময় তাঁরা আজাদকে ছিনিয়ে নেন।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মুঠোফোনে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। আজাদ মিয়া গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।