ফরিদপুরে ৩২টি ইয়াবাসহ গ্রেপ্তারের পর জেলা ছাত্রলীগের নেতাকে সাময়িক বহিষ্কার

গ্রেপ্তার আশরাফুজ্জামান জোহা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৩২টি ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামের জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জেলা ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তাঁকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আশরাফুজ্জামান জোহা ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জেলা ছাত্রলীগের সহ–সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগ ২০২২ সালের ৯ নভেম্বর এ কমিটির অনুমোদন দেয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাত ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২টি ইয়াবাসহ আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আজ রোববার সকালে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আজ ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুজ্জামান জোহাকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগে কোনো মাদকসংশ্লিষ্টদের স্থান হতে পারে না। আমরা আশরাফুজ্জামান ইয়াবাসহ গ্রেপ্তারের কথা শোনামাত্রই তাঁকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। একই সঙ্গে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’

পুলিশ জানায়, আশরাফুজ্জামানকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছিল ফরিদপুরের কোতোয়ালি থানা–পুলিশ।