দিনাজপুরে নদীতে ভাসছিল অজ্ঞাতনামা মরদেহ
দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া শাখা নদীতে ভাসমান অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের খিরকিনি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও সবুজ রঙের লুঙ্গি। আর তাঁর কোমরে লুঙ্গির ভাঁজে একটি মুঠোফোন গোঁজানো ছিল। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝরার চিহ্ন দেখা গেছে।
খিরকিনি গ্রামের বাসিন্দা মোন্নাফ হোসেন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে খিরকিনি গ্রামের এক বাসিন্দা বাড়ির পাশে করতোয়া শাখার নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি গ্রামের লোকজনকে বিষয়টি জানান। এ সময় গ্রামের লোকজন মরদেহটি নদীর পাড়ে টেনে তোলেন। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে থানার উপপরিদর্শক নিহার রঞ্জন প্রথম আলোকে বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মরদেহের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করবে।