কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আমিনুর রহমান বলেন, কুষ্টিয়ায় দর্শনীয় স্থান রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও লালন শাহের আখড়া পরিদর্শনে শিক্ষাসফরের আয়োজন করা হয়েছিল। শিক্ষাসফরে যেতে ইচ্ছুক অধিকাংশ শিক্ষার্থীর বাড়ি কাছাকাছি হওয়ায় বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেটের সামনে রাখা হয়। সকাল নয়টার দিকে বাসটি সেখান থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছাড়ার কথা ছিল। এর আগেই সকাল সাড়ে সাতটার দিকে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সে সময় বাসে কোনো শিক্ষার্থী না থাকায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় শিক্ষাসফর বাতিল করা হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে তা তদন্ত করে দেখা হচ্ছে।