মানিকগঞ্জে শিক্ষাসফরের বাসে আগুন

শিক্ষাসফরের বাসে জ্বলছে আগুন। সোমবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেটের সামনে
ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শিক্ষাসফরের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাদেবপুর সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীরা কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িসহ কয়েকটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য স্থানীয় সেলফি পরিবহনের একটি বাস ভাড়া করেন। আজ সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর মার্কেটের সামনে বাসটি অবস্থান করছিল। এ সময় বাসের চালক ও সাউন্ড সিস্টেম পরিচালনাকারী দুই ব্যক্তি বাসে ছিলেন। বাসের ভেতরে পেছনের অংশে জেনারেটর ও সাউন্ড সিস্টেমের বক্স ছিল। সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ জেনারেটরের পাশ থেকে আগুন জ্বলে ওঠে। পরে বাসে থাকা ব্যক্তিরা দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন। তবে এরই মধ্যে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আমিনুর রহমান বলেন, কুষ্টিয়ায় দর্শনীয় স্থান রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও লালন শাহের আখড়া পরিদর্শনে শিক্ষাসফরের আয়োজন করা হয়েছিল। শিক্ষাসফরে যেতে ইচ্ছুক অধিকাংশ শিক্ষার্থীর বাড়ি কাছাকাছি হওয়ায় বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেটের সামনে রাখা হয়। সকাল নয়টার দিকে বাসটি সেখান থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছাড়ার কথা ছিল। এর আগেই সকাল সাড়ে সাতটার দিকে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সে সময় বাসে কোনো শিক্ষার্থী না থাকায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় শিক্ষাসফর বাতিল করা হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে তা তদন্ত করে দেখা হচ্ছে।