ময়মনসিংহে নতুন মুখ তিনজন, ফিরলেন সাবেক দুই সংসদ সদস্য

আওয়ামী লীগের লোগো

ময়মনসিংহের ১১টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন যাঁরা পেয়েছেন, তাঁদের মধ্যে নতুন মুখ তিনজন। দুজন সাবেক সংসদ সদস্য আবার দলীয় মনোনয়ন পেয়েছেন। বাকি ছয়জন বর্তমান সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার বিকেলে ঘোষণা করেন। সেই তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম (পপি), ময়মনসিংহ-৪ আসনে মোহীত উর রহমান (শান্ত) ও ময়মনসিংহ-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আকন্দ।

নিলুফার আনজুম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। মোহীত উর রহমান ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত মতিউর রহমানের ছেলে। মোহীতের মনোনয়ন পাওয়ার খবরে ময়মনসিংহ শহরে বাদ্য বাজিয়ে আনন্দমিছিল করেন দলীয় নেতা-কর্মীরা। আবদুল হাই আকন্দ, তিনি মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হিসেবে তিনি ২২ বছর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মুক্তাগাছা পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৯ সালে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

ময়মনসিংহ-৩ আসনে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। ময়মনসিংহ-৪ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ময়মনসিংহ-৫ আসনে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে কে এম খালিদ মুক্তাগাছার সংসদ সদস্য হওয়ার পর থেকে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দলের ত্যাগী ও সাবেক নেতারা আবদুল হাই আকন্দের নেতৃত্বে এক ভাগ হয়ে পড়েন। নেতাদের অভিযোগ, এই বিরোধের কারণে ২০২১ সালের এপ্রিল মাসে উপজেলা চেয়াম্যানের পদ থেকে আবদুল হাই আকন্দকে বরখাস্ত করা হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই আদেশ প্রত্যাহার করা হয়। আবদুল হাই আকন্দ দলের মনোনয়ন পাওয়ায় তাঁর পক্ষের নেতা-কর্মীরা উচ্ছ্বাসিত।

যে দুজন সাবেক সংসদ সদস্য আবার দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন ময়মনসিংহ-৮ আসনে আব্দুছ ছাত্তার ও ময়মনসিংহ-৯ আসনে আব্দুস সালাম।  

ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং, ময়মনসিংহ-২ আসনে শরীফ আহমেদ, ময়মনসিংহ-৬ আসনে মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ আসনে হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ-১০ আসনে ফাহমী গোলন্দাজ ও ময়মনসিংহ-১১ আসনে কাজিম উদ্দিন আহম্মেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাঁরা সবাই বর্তমানে সংসদ সদস্য।