বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

ঢাকা–টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকালে তীব্র যানজট হয়। আজ সকাল ৯টায় টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায়ছবি: প্রথম আলো

সেতুর ওপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ এবং অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার ভোররাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তবে সকালে যানজট কমতে থাকে। সাড়ে ৯টায এ প্রতিবেদন তৈরির সময় বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার যানজট দেখা যায়। এতে করে বিপাকে পড়েছে ঘরমুখী মানুষ।

পুলিশ জানায়, আজ বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর সংঘর্ষ ও এক পিকআপ ভ্যান বিকল হয়। পিকআপ ভ্যানটি সরাতে এক ঘণ্টার বেশি সময় লাগে। এতে ভোর ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট শুরু হয়।

সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ঘুরে তীব্র যানজট দেখা যায়। বিক্রমহাটি সিএনজি স্টেশনে বগুড়াগামী মাইক্রবাসের চালক সোহেল রানা জানান, দিবাগত রাত একটার দিকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে রওনা হয়েছেন। পথে দফায় দফায় যানজটে পড়তে হয়েছে। আট ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত পৌঁছেছেন।

স্থানীয় লোকজন জানান, ভোরে যানজটে আটকে যানবাহন একই স্থানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহিদ হাসান জানান, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। সকালে উত্তরবঙ্গের দিকে গাড়ি টান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে তিনি জানান।

আরও পড়ুন