৯৯৯ নম্বরে ফোন দিয়ে ছিনতাইয়ের অভিযোগ, পরে নিজেই গ্রেপ্তার

মুঠোফোনপ্রতীকী ছবি

সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম রিপন মিয়া (৩৩)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর এলাকার মৃত আবদুল হকের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরের শাহপরাণ উত্তর জাহানপুর এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রিপন মিয়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। তিনি অভিযোগ করেন, সিলেট নগরের টিলাগড় সরকারি কলেজের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন। স্থানীয় বাসিন্দা আফজল তাঁর মুঠোফোন ও টাকা ছিনতাই করে নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে নিয়ে তদন্তকাজ শুরু করে। এ সময় একটি গ্যারেজের সামনে জুনেদ মিয়া নামের এক ব্যক্তিকে পায় পুলিশ। রিপন পুলিশের সামনেই জুনেদকে আক্রমণ করে মারধর শুরু করেন। এতে পুলিশ দুজনকেই থানায় নিয়ে যান। পরে জুনেদ, আফজল ও আরও দু–তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের লিখিত অভিযোগ দেন রিপন। তবে অভিযোগকারী রিপনের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহজনক মনে হয়।

পুলিশ তদন্তে গিয়ে জানতে পারে, রিপন ও আফজল টিলাগড় এলাকায় মুঠোফোনে জুয়া খেলছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে পাওনা টাকা নিয়ে হাতাহাতির হয়। ওই সময় নিরাপত্তাকর্মী জুনেদ সেখান থেকে তাঁদের চলে যেতে বলেছিলেন। এতে রিপন ক্ষুব্ধ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ছিনতাইয়ের অভিযোগ করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন ওই দিন কোনো ছিনতাই হয়নি এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই তিনি এমন অভিযোগ করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন রিপন। তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।