হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মেয়র আইভীকে কারাগারে প্রেরণ

নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাড়ি থেকে গত ৯ মে সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে পুলিশছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে জুতা কারখানার শ্রমিক সজল মিয়া (২০) হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরীর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৮ জুন সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে জানান, সিদ্ধিরগঞ্জ থানায় করা সজল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র আইভীকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, সাড়ে ৬ ঘণ্টা নাটকীয়তার পর গত ৯ মে শুক্রবার সকাল পৌনে ৬টায় শহরের দেওভোগের বাড়ি থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে আইভী কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন