‘অশালীন মন্তব্য করলে’ জিব কেটে নদীতে ফেলতে বললেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতা-কর্মীদের সম্পর্কে কেউ অশালীন মন্তব্য করলে, তাঁদের জিব কেটে নদীতে ফেলতে বললেন এক নেতা। তিনি হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।

গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের দুই নম্বর রেলগেট এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকন সাহা এই কথা বলেন।

খোকন সাহা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। খোকন সাহা নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর বক্তব্যে বলেন, ‘মাঝে মাঝে ওরা হুট করে শহীদ মিনার এলাকায় চলে আসে। নেত্রীর সম্পর্কে অশালীন বক্তব্য রাখে। নেত্রী শেখ হাসিনা সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, নেতা-কর্মীদের সম্পর্কে কেউ যদি অশালীন বক্তব্য রাখে বা কথা বলে, সঙ্গে সঙ্গে আপনারা অ্যাকশনে চলে যাবেন। প্রয়োজনে ওদের জিব কেটে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় ফেলে দেবেন।’

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘নেত্রী প্রশ্নে, দলের প্রশ্নে ও বঙ্গবন্ধু প্রশ্নে আমরা কেউ আপস করি নাই, করব না। অনেক কিছু বলতে চাই, বলতে পারি না। আগামী চার থেকে পাঁচ মাস পর নির্বাচন। আপনারা ঐক্যবদ্ধ হোন, সব ভেদাভেদ ভুলে যান। কে নেতা হলেন, কে নেতা হলেন না; তা নিয়ে বসে থাকলে চলবে না। নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে নেত্রী যাঁকে প্রার্থী দেবেন, আমরা তাঁদের জয়যুক্ত করব। কারা পদপদবিতে থেকেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি, সেই তালিকাও তৈরি করব।’

বিএনপির উদ্দেশে খোকন সাহা বলেন, বিএনপির বন্ধুরা নির্বাচন চান না, তাঁরা দেশে একটি অস্থিতিশীল ও অরাজকতা সৃষ্টি করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনতে চান। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, বাস্তবে তা হয় না। সেই স্বপ্নে বিভোর না হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠেঘাটে কাজ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির নেতা-কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নাশকতা করবেন, জানমালের নিরাপত্তা বিঘ্নিত করবেন, তাহলে কিন্তু ছাড় দেব না।’

‘ফিরে দেখা ১৯৭৫, নারায়ণগঞ্জ’ নামের একটি সংগঠন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক এম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, সাবেক সহসভাপতি রবিউল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম প্রমুখ।