বরিশালের উজিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তির স্ত্রী ও দুই বছরের ছেলে গুরুতর আহত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার আটিপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম রাজু চকিদার (২৭)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নমাসর গ্রামের আ. খালেক চকিদারের ছেলে। আহত ব্যক্তিরা হলেন রাজুর স্ত্রী সুলতানা বেগম (২২) ও তাঁর শিশুপুত্র আয়ান (২)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, রাজু চকিদার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে কুয়াকাটা সমুদ্রসৈকতের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে উজিরপুরের আটিপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খান। স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজু চকিদারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।