সিরাজগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ফলার আঘাতে একজন কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়ার চরে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মল্লিক (৫০) ওই গ্রামের আবদুল হাকিমের ছেলে। এ ঘটনায় মামলা করেছেন নিহত ব্যক্তির ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ঠুঁটিয়া গ্রামে মল্লিক গোষ্ঠী ও ব্যাপারী গোষ্ঠীর মধ্যে একটি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। গতকাল দুপুরে ওই বাড়িটি আমিন দিয়ে পরিমাপের উদ্যোগ নেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তখন দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করে দিয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করে চেয়ারম্যান সেখান থেকে চলে যান। এরপর বিকেল পাঁচটার দিকে উভয় পক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় কৃষক দুলাল মল্লিককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গতকাল দুপুরে ওই বাড়িটা আমিন দিয়ে পরিমাপ করার জন্য আমরা গিয়েছিলাম। তখন দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে আমরা তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে দিয়ে চলে আসি। এমন অবস্থায় বিকেলে তাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। নিহতের মরদেহ উদ্ধার করে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে হোসেন আলী বাদী হয়ে ব্যাপারী গোষ্ঠীর ৫৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান ওসি।