চাঁপাইনবাবগঞ্জে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট জয়নগর দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া ও মন্দির কমিটির সহসাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক প্রথম আলোকে জানান, শনিবার রাত দেড়টা পর্যন্ত প্রতিমায় মাটির প্রলেপের কাজ চলে। পরে মন্দিরের লোকজন বাড়ি চলে যান। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুর্গাপ্রতিমা ভাঙচুর করেছে।
আজ রোববার সকালে সরেজমিনে দেখা যায়, দুর্গাপ্রতিমার মুখমণ্ডলের পুরোটাই ভাঙা। দুর্গার ১০ হাত মুচড়ে দেওয়া হয়েছে। এতে হাতের বিভিন্ন অংশ ফেটে গেছে। সিংহ প্রতিমার লেজ ও পা ভাঙা। ভাঙা হয়েছে অসুরের ডান হাত। বুকের কাছে ফাটা চিহ্ন স্পষ্ট। সাপের মাথাও ভাঙা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সনাতন সম্প্রদায়ের লোকজন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, মন্দিরের পাশেই সকাল ১০টায় পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দুদের বিভিন্ন সংগঠনের নেতারা জরুরি সভা করে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন। আট ঘণ্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরই মধ্যে আজ জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে তাঁদের আলোচনার জন্য ডেকেছেন।
ওসি এস এম জাকারিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এর আগে ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর সকালে ঘটনাস্থল থেকে এক তরুণকে আটক করে পুলিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সদর মডেল থানার ওসি মো. তরিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
গত শনি ও মঙ্গলবার রাতে পাবনার সুজানগরে চার দিনের ব্যবধানে দুটি মন্দিরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ৩ অক্টোবর গভীর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম শ্যামপুর দেউড়িবাড়ির ব্যক্তিগত দুর্গামন্দিরে তিনটি মূর্তির মাথা ও হাত ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শনিবার বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়।