জঙ্গল সলিমপুরের মুখে বুধবার বসছে ১৫টি সিসি ক্যামেরা
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের পাহাড়ঘেরা দুর্গম গ্রাম জঙ্গল সলিমপুরের প্রবেশপথে ১৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
আগামী বুধবার গ্রামটির প্রবেশপথের চারটি পয়েন্টে ক্যামেরাগুলো বসানো হবে বলে জানিয়েছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।
প্রথম আলোকে আশরাফুল আলম বলেন, সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল ওই এলাকা পরিদর্শন করে। এ সময় চারটি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক। সে অনুযায়ী বুধবার সকালে ওই চারটি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।
দুষ্কৃতকারীরা যাতে গ্রামে পাহাড় কাটার ভারী যন্ত্র প্রবেশ করাতে না পারে, সেটি পর্যবেক্ষণের জন্য ক্যামেরাগুলো বসানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আশরাফুল আলম বলেন, জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে দুষ্কৃতকারীরা বিশাল এলাকায় অবৈধ বসতি গড়ে তুলেছে। এর মধ্যে আলীনগর এলাকায় অবৈধ বসতি উচ্ছেদ করে বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণাধীন রয়েছে।
ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের পাশ দিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সরবরাহের পাইপলাইন রয়েছে। এ পাইপলাইনের ওপরও কিছু স্থাপনা গড়ে উঠেছে উল্লেখ করে আশরাফুল আলম বলেন, আগামী ৩০ আগস্টের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। বড় ধরনের দুর্যোগে অনেক মানুষ মারা গেলে লাশ ব্যবস্থাপনা কষ্টসাধ্য হয়ে পড়ে। সে জন্য একটি লাশঘর নির্মাণের সম্ভাব্যতাও যাচাই করা হয়েছে।