শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে অস্ত্র ও মদের বোতল উদ্ধার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাহপরান ছাত্র হল থেকে দেশি অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছেছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাহপরান ছাত্র হল থেকে অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিকেলে হলের প্রাধ্যক্ষ ইফতেখার আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

ইফতেখার আহমেদ বলেন, ৮ অক্টোবর অভিযান চালিয়ে ও ১০ অক্টোবর হলের কক্ষগুলো পরিষ্কার করতে গিয়ে অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪২৪ নম্বর কক্ষ থেকে এক বস্তা জিআই পাইপ, দুটি চাকু, নেশাদ্রব্য খাওয়ার সরঞ্জাম ও একটি রামদা পাওয়া গেছে। ২০২ নম্বর কক্ষ থেকে একটি চায়নিজ কুড়াল, ১০৬, ৪১৭, ৪১৯, ৪২৩ ও ৪২৭ নম্বর কক্ষ থেকে ক্রিকেট খেলার স্টাম্প, দেশি অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

ইফতেখার আহমেদ আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসব অস্ত্র, মদের বোতল ও মাদক সেবনের সরঞ্জাম হস্তান্তর করা হবে। কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবে। ভবিষ্যতে যাতে আবাসিক হলে অস্ত্রের মহড়া এবং কেউ যাতে অস্ত্র মজুত রাখতে না পারেন, তা বিশেষভাবে তদারকি করা হবে।

হলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৬ অক্টোবর ছাত্রদের তিনটি আবাসিক হলে নতুন নীতিমালার আলোকে শিক্ষার্থীদের মধ্যে আসন বণ্টন করা হয়েছে। ১৫ অক্টোবর শিক্ষার্থীরা হলে উঠবেন। তাই কক্ষগুলোর পরিষ্কার কার্যক্রম চলছে।

এর আগে ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা একই হল থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ বিভিন্ন রকমের অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছিলেন। যা হল কর্তৃপক্ষ সিলেট নগরের জালালাবাদ থানায় হস্তান্তর করেছিল। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।