ঘরে পড়ে ছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

মরদেহ উদ্ধারপ্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলায় সুমাইয়া খাতুন (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার আইচগাতী ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সুমাইয়া খাতুন উত্তরপাড়া এলাকার শাওন শেখের স্ত্রী। তিনি বিদেশে থাকেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্বামী বিদেশে থাকলেও সুমাইয়া শ্বশুরবাড়িতে থাকতেন। গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করে। ধারণা করা হচ্ছে, মালামাল লুটের উদ্দেশ্যে তারা ঘরে প্রবেশ করেছিল। এতে বাধা দিলে সুমাইয়াকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে আজ সকালে ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে লাশটি দেখতে পান প্রতিবেশীরা। পরে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।