মৌলভীবাজার-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দুজনের মনোনয়নপত্র জমা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের একজন গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ও অপরজন সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি দেখা হবে বলে জানান তিনি। ওই দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহবুবুল আলম ওরফে শামীম ও দলের কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল মালিক।
জাতীয় পার্টি ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য গত ২২ নভেম্বর ঢাকার বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক ২৮৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেন। জাপার দপ্তর থেকে পাঠানো প্রার্থী তালিকায় মৌলভীবাজার-২ আসনে মো. আবদুল মালিকের নাম উল্লেখ করা হয়।
গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ সময় আবদুল মালিক সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। দলের আরেক নেতা মাহবুবুল আলম মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। দুজনের দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) সই রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আবদুল মালিক গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলের মহাসচিব প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন। তাঁকেই দলীয় মনোনয়ন দিয়েছেন। তাই সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কারও মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
মাহবুবুল আলম বলেন, ‘মহাসচিব আমাকে বলেছেন, প্রিন্টিং মিসটেকের কারণে আমার বদলে আবদুল মালিকের নাম এসে গেছে। পরে আমার হাতে দলের চেয়ারম্যানের স্বাক্ষরিত মনোনয়নপত্র তুলে দেন। মহাসচিব এ-ও বলেছেন, প্রতীক বরাদ্দের সময় আমার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেবেন। তখন সব বিভ্রান্তির অবসান হয়ে যাবে।’
কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মৌলভীবাজার-২ আসনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম সফি আহমদ ওরফে সলমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মতিন, জাসদের বদরুল হোসেন, ইসলামী ঐক্যজোটের আসলাম হোসাইন রহমানী, বিকল্পধারা বাংলাদেশের মো. কামরুজ্জামান শিমু এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দুজন আবদুল মোস্তাকীন তামিম ও এনামুল হক মাহতাব মনোনয়নপত্র দাখিল করেছেন।