নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে আগুন, ঘটনাস্থলে আটটি ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় বিআইডব্লিউটিএ–এর গুদামেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্লাস্টিকের পাইপের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আজ শনিবার দুপুরে এই আগুন লাগে।

থানা-পুলিশ জানায়, শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএর গুদামের সীমানাপ্রাচীরের ভেতরে উন্মুক্ত স্থানে নদীখননের প্লাস্টিকের পাইপ, ফ্লোটিং ডিভাইস ও লোহার পাইপ রাখা হয়েছিল। আজ দুপুরে হঠাৎ করে সেখানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ার কুণ্ডলী ৩০-৪০ ফুট ওপরে উঠে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ বলেন, বেলা পৌনে একটার দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।