চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মল্লিক (৫০) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে তিতুদহ ইউনিয়ন কাউন্সিলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম তিতুদহ কাউন্সিলপাড়ার রহিম উদ্দিন মল্লিকের ছেলে। নিহতের পরিবার এ ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো. টোটনসহ তাঁর অনুসারীদের দায়ী করেছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহতের খবর পাওয়া গেলেও তাঁদের নাম–পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নিয়েও আহত ব্যক্তিদের পাওয়া যায়নি।
নিহত রফিকুল ইসলামের স্ত্রী নাহিদা খাতুন অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন, সাধারণ সম্পাদক টোটন ও তাঁদের অনুসারী আকাশ, সাগর, রিপন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
হামলার বিষয়ে নাহিদা খাতুন বলেন, ‘টিসিবির মাল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। ওরা (হামলাকারীরা) মাল আটকি রাখেলো। রফিক বুলেলো, জনগণের মাল জনগণেরই দিতি হবে। এ জন্য তারা হামলা চালিয়েছে।’ দুপুরে এ খবর লেখার সময় নিহত ব্যক্তির মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ, পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কর্মকর্তারা বলেন, এ ব্যাপারে পরে জানানো হবে।