ভেড়ামারায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে ভেড়ামারা-রাইটা সড়কের বাঁকাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের খন্দকার রুহুল আমিন (৬০) ও মজনু (৬৫)। দুর্ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৫৫) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে একটি কাভার্ড ভ্যান রায়টার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ভেড়ামারাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বাঁকাপুল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী খন্দকার রুহুল আমিন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত গুরুতর আহত মজনু ও হাবিবাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মজনুর মৃত্যু হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে সড়কে ঘন কুয়াশা ছিল। বাঁকাপুলে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।