মাদক সেবনে বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক টিলায় মাদক সেবনে বাধা দেওয়ায় সাজ উদ্দিন আহমেদ (২৩) নামের এক নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নিরাপত্তাকর্মী সাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে গাঁজা হাতে টিলায় উঠছিলেন দুই যুবক। এ সময় তাঁদের কাছে পরিচয় জানতে চাইলে যুবকেরা তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে কিলঘুষি মারেন তাঁরা। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ভুক্তভোগী নিরাপত্তাকর্মী সাজ উদ্দিন আহমেদ। শনিবার সন্ধ্যায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে
ছবি : প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল প্রথম আলোকে বলেন, যুবকেরা কারা, সেটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে তা জানার চেষ্টা চলছে।