নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া শটগানের গুলিতে এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম শহীদুল ইসলাম (২৭)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের দিপপুর গ্রামের এরাদ উল্যা মুনশিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত শহীদুল ইসলাম দিপপুর গ্রামের দাইবাড়ির আবুল কালামের ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হাতে, বুকে ও মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

শহীদুল ইসলামের বড় ভাই মো. মহিন অভিযোগ করেন, কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত। তাঁরা এখনো ওই বাড়িতে ওঠেননি। কয়েক দিন আগে তাঁর ভাই রকি বাহিনীর সদস্যদের বাড়িতে বসে ইয়াবা সেবন করতে নিষেধ করেন। এতে তাঁরা শহীদুলের ওপর ক্ষুব্ধ হয়ে হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর ভাই নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে রকি বাহিনীর সদস্য সাদ্দাম (২৮) তাঁর গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ছোড়েন।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, অপরাধী রকি বাহিনীর কি না, তা তিনি বলতে পারবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।