হবিগঞ্জে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ৩

অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা এলাকায়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের রুমেল মিয়া (৪০), সারের কোনা গ্রামের আবদুল করিমের ছেলে জসিম মিয়া ও একই উপজেলার কালিশিরি গ্রামের নামজা আক্তার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক পাঁচজন যাত্রী নিয়ে চুনারুঘাট উপজেলা সদরে যাচ্ছিলেন। অপর দিকে চুনারুঘাট থেকে হবিগঞ্জ সদর উপজেলার ওলিপুর এলাকায় পিকআপ ভ্যান চালিয়ে যাচ্ছিলেন চালক। চানভাঙ্গা এলাকায় অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান রুমেল মিয়া ও নাজমা বেগম। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান জসিম মিয়া। আহত অপর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহত তিনজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় খাদিজা আক্তার নামের এক নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুজন বর্তমানে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, হতাহতের সবাই অটোরিকশার আরোহী ছিলেন। লাশ তিনটি আজ শুক্রবার সকালে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।