তিনি প্রথম আলোকে বলেন, তাঁর গোয়ালের ফ্রিজিয়ান জাতের একটি গাভি গতকাল রাতে স্বাভাবিক একটি বাছুর প্রসব করে। সাদা-কালো রঙের বাছুরটির দুটি মাথা, দুটি মুখ, দুটি কান ও চারটি চোখ রয়েছে। খবর পেয়ে বাড়িতে আশপাশের এলাকার লোকজনের ভিড় লেগেই আছে।
বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়। তিনি প্রথম আলোকে বলেন, গর্ভে একধরনের অস্বাভাবিক অবস্থার কারণে এমন বাছুরের জন্ম হয়। তবে এ ধরনের বাছুর বেশি দিন বেঁচে থাকে না।