নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হয়ে গেল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
নরসিংদীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা। আজ শনিবার সকালে নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিতে সকালে জেলার ছয় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃতী শিক্ষার্থীরা আসে। অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে ভীষণ উচ্ছ্বসিত তারা।
আজ সকাল সাড়ে আটটার পর থেকেই শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানস্থলে জমায়েত হতে শুরু করে। এ সময় নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে বুথের সামনে লাইনে দাঁড়িয়ে পার্কে প্রবেশের পাস সংগ্রহ করে। পরে উৎসবস্থলের বুথ থেকে উপহারসামগ্রী ও ক্রেস্ট গ্রহণ করে শিক্ষার্থীরা। কেউ কেউ বন্ধুদের সঙ্গে ছবি তোলে। সবার মুখে ছিল হাসির ঝিলিক। সকাল সাড়ে ৯টার মধ্যেই উৎসবস্থল শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাদের সঙ্গে আসা অভিভাবকদের আগমনে মিলনায়তনের আশপাশের চত্বরও ভরে যায়।
সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। নরসিংদী প্রথম আলো বন্ধুসভার সভাপতি প্রলয় জামান ও বন্ধু সাহিদা তাশফির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ। কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা চলছে। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১ হাজার ৪০০ কৃতী শিক্ষার্থী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুল্লাহ আল মামুন।
সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া মাহবুবা হক ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উৎসবস্থলে এসেছে। সে জানায়, ওই বিদ্যালয়ের ১৫ জন দল বেঁধে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছে। আজকের অনুষ্ঠানে আসার জন্য দুই দিন ধরে বন্ধুরা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে। এখানে এসে নাচে-গানে, সেলফি তুলে, গুণীজনদের কথা শুনে অসাধারণ সময় কাটছে বলে জানায় মাহবুবা।
নরসংদী শহরের ব্রাহ্মন্দী গার্লস হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজে ভর্তি হয়েছে পল্লবী সাহা। সে বলে, ‘অনেক বন্ধু বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে। তাদের সঙ্গে অনেক দিন পর এ অনুষ্ঠানে এসে দেখা হলো। খুব আনন্দ হচ্ছে। এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না।’
সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স। অনুষ্ঠানের শুরুতেই নিবন্ধিত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ক্রেস্ট, সনদ ও স্ন্যাকস। অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতায় আছে নরসিংদী প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে থাকছে সংগীতশিল্পী বাঁধন চন্দ্র মোদকের পরিবেশনা।