গাজীপুরে চলছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব

গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের শুরু হয়
ছবি: প্রথম আলো

‘যোগ দাও যুক্তির মেলায়’—এই স্লোগানে গাজীপুরে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের শুরু হয়।

বিতর্ক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। মুক্তির এই পথকে তৈরি করে দিতে, নেতৃত্বের বিকাশ ঘটাতে প্রথম আলোর এই আয়োজন অনন্য।

প্রথম আলোর গাজীপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইশতিলা ইস্তির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। এ সময় তিনি শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। তিনি বলেন, ‘যুক্তিতর্কের মাধ্যমে আমাদের শিখতে হবে। ঝগড়া করা যাবে না। যুক্তিতর্কের মাধ্যমে তোমাদের বুদ্ধি শাণিত হবে। অন্যের যুক্তি মানতে শিখতে হবে। সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে।’

বিতর্ক উৎসবে গাজীপুরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে
ছবি: প্রথম আলো

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম কলেজের অধ্যাপক অসীম বিভাকর, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক, অর্থ সম্পাদক রুবাইয়েত সাইমুন চৌধুরী প্রমুখ।

বিতর্ক উৎসবে গাজীপুরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রতিটি বিদ্যালয় থেকে বিতার্কিক হিসেবে চারজন ও কুইজে ছয়জন করে অংশ নেয়। এখান থেকে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে। আজ বিকেলে বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বিতর্কে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো চান্দরা উচ্চবিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চবিদ্যালয়, কামারজুড়ি ইউসুফ আলী হাইস্কুল, রানী বিলাসমণি বালক উচ্চবিদ্যালয়, জহুরা সেন্ট্রাল স্কুল, গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, টঙ্গী পাইলট উচ্চবিদ্যালয়, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন প্রিন্টিং উচ্চবিদ্যালয়, গাজীপুর অধ্যাপক উচ্চবিদ্যালয়, চান্দনা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট মাধ্যমিক বিদ্যালয়।

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রচার সহযোগী হিসেবে আছে নাগরিক টেলিভিশন। দ্বিতীয়বারের মতো এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে ৩৫টি জেলা ও রাজধানীতে ৫টি আঞ্চলিক বিতর্ক উৎসব হচ্ছে। বিতর্ক হচ্ছে সনাতন পদ্ধতিতে।