ঈদে বাড়ি যাওয়া হলো না, স্থান হলো হাসপাতালে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। আজ দুপুর সাড়ে ১২টায়ছবি: প্রথম আলো

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। যাত্রীরা সবাই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য চট্টগ্রাম থেকে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু তাঁদের ঈদে বাড়ি যাওয়া হলো না, স্থান হলো হাসপাতালে।

 আজ রোববার দুপুর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পুরোনো মুহুরীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও আহত যাত্রীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ৫০ জন যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশে রওনা করে। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরোনো মুহুরীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটানোর (ওভারটেক) সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২৫ জন আহত হন।

 খবর পেয়ে ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান।

 আহত যাত্রীদের মধ্যে ১৫ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোবারকের ছেলে সোহেল মিয়া (২০), একই এলাকার ফরিদ মিয়া ছেলে রাকিব (১৮), মাদবপুরের কিরণ মিয়ার স্ত্রী নাসিমা আক্তার (২৫), ফেনীর দাগনভূঞার বশির আহমদের ছেলে আহমদ সুলতান (১১), চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার আজিজুল হকের স্ত্রী আলেয়া বেগম (৪০), নোয়াখালীর দক্ষিণ হাতিয়ার সাগর মিয়ার স্ত্রী সালমা আক্তার (১৮), চট্টগ্রামের রাউজানের জুয়েল বড়ুয়া (৪৫) ও তাঁর স্ত্রী টিকনি বড়ুয়া (৪০), সিলেটের উত্তর বেজরা এলাকার মো.আমির আলী(২৮) ও তাঁর স্ত্রী মোর্শেদা আক্তার (২২), ফেনীর পরশুরামের ইউসুফ মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৭), হবিগঞ্জের বাহুবলের হোসেন আলীর ছেলে হেলাল মিয়া (২৬), নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবদুল মমিনের ছেলে সাইফুল (২৩) ও কিরণ (২৫)। অহত অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত একাধিক যাত্রী অভিযোগ করেন, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং দুর্ঘটনার সময় অপর একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটেছে।

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে-ক্লিনিকে পাঠিয়েছে। এর মধ্যে ১৫ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানা যায়। বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে পুলিশ। আইনগত প্রক্রিয়া চলমান। বাসের চালক ও সহকারী পলাতক।