এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল সরকার বলেন, ‘বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কোনো বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে, এমনটি আমার জানা নেই। তবে এক ব্যক্তি আহত হলে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য মো. নূরের ছফা প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মো. সাহাব উদ্দিন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। রেশন আনার জন্য পাশের গ্রামের আরেক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদসহ চট্টগ্রাম শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন সাহাব উদ্দিন।