টেকনাফে সড়কের পাশে অবিস্ফোরিত গ্রেনেড

সড়কের পাশে পড়ে আছে গ্রেনেডটি। আজ দুপুরে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের খোনকারপাড়া এলাকায়ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছেন। এটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কের খোনকারপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের পাশে গ্রেনেডটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে টেকনাফ থানায় বিষয়টি জানানো হয়। পুলিশের চারজনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেন।

খুঁটির সঙ্গে তার টেনে গ্রেনেড পড়ে থাকার স্থানটি ঘেরাও করে রেখেছে পুলিশ
ছবি: প্রথম আলো।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে বিষয়টি অবহিত করা হয়েছে। সেনাবাহিনীর প্রতিনিধিরা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।

ঘটনাস্থলে থাকা টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র প্রথম আলোকে বলেন, বেলা দুইটা পর্যন্ত সেনাবাহিনীর দলটি ঘটনাস্থলে পৌঁছায়নি। পুলিশ আপাতত ঝুঁকি এড়াতে মানুষকে গ্রেনেডের আশপাশ থেকে সরিয়ে দিচ্ছে।