‘নৌকার বিরোধিতাকারীদের কেন্দ্রে ঢুকতে দেব না’

মোস্তফা কামালছবি–সংগৃহীত।

চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়ায় নৌকা প্রতীকের বিরোধিতা যাঁরা করছেন, তাঁদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়েছেন মোস্তফা কামাল ওরফে মিন্টু নামের কৃষক লীগের এক নেতা। তিনি উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

গতকাল সোমবার রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলুরঘাট এলাকায় নৌকার সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এই হুমকি দেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তব্যে মোস্তফা কামাল বলেন, ‘যাঁরা আঁরার নৌকার বিরোধিতা গরের, হাইব্রিড অক্কলরে আঁরা এই ভোট সেন্টারত্তুন দৌড়াই দিইয়্যম। ভোট সেন্টারত ঢুইকতো নইদ্দম।’ (যাঁরা আমাদের নৌকার বিরোধিতা করছেন, ওই সব হাইব্রিডদের আমরা আমাদের এই ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেব। আমাদের ভোটকেন্দ্রে তাঁদের ঢুকতে দেব না)।

আসনটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন আবদুল মোতালেব। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘ওই কৃষক লীগ নেতা যখন আমার পক্ষের ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন সেখানে পাশেই বসা ছিলেন নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তাঁর ইশারাতেই আমার পক্ষের ভোটারদের প্রতিনিয়ত এমন হুমকি দেওয়া হচ্ছে, তা ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নদভীর অনুসারীরা প্রতিদিন আমার প্রচার কাজে বাধা দিচ্ছেন।’

বক্তব্যের বিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘দল থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। আবার দল থেকেই বলা হয়েছে দলীয় অন্যরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এই অবস্থায় উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তফা কামালের এভাবে বক্তব্য দেওয়া উচিত হয়নি।’