নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়েছে ২৫ দোকান

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে রোববার রাত আটটার দিকে আগুন লাগেছবি: প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে আগুন লেগে পুড়ে গেছে ২৫টি দোকান। গতকাল রোববার রাত আটটার দিকে চৌমুহনী বাজারের বাদামতলা সড়কের মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে ১৭টি অলংকার, ৭টি কাপড় ও ১টি মনিহারি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আটটার দিকে চৌমুহনী বাজারের বাদামতলা রোডের বড় মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে আগুনের সূত্রপাত।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী, সেনবাগ ও জেলা শহর মাইজদী থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আশপাশের খাল ও পুকুরগুলো অবৈধ দখলদারেরা দখল করায় পানির সংকট দেখা দেয়। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, কাপড়ের দোকানের এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। আগুনে ২৫টি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চৌমুহনী বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন বলেন, কিছুদিন পরপরই চৌমুহনী বাজারে আগুন লাগে। কিন্তু বাজার এলাকার ছোট–বড় বেশির ভাগ পুকুর ও খাল অবৈধ দখলদারেরা দখল করার কারণে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির সংকটে পড়েন। ব্যবসায়ীদের পক্ষ থেকে চৌমুহনী বাজারের পুকুর ও খালগুলো অবৈধ দখলমুক্ত করার জন্য বারবার দাবি জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।