শরীয়তপুরে বজ্রপাতে দুই নারীর মৃত্যু

বজ্রপাতপ্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বৃষ্টি ও ঝড়ের সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।

মৃত নারীরা হলেন জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) ও ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৮)।

স্থানীয় ব্যক্তিরা জানান, সোমবার দুপুরে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বৃষ্টির সময় জাজিরার পাইনপাড়া এলাকার আমেনা বেগম তাঁর মায়ের খোঁজ করতে ফসলের মাঠে যান। তিনি ফসলি মাঠের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মাকে খুঁজছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আর কুলসুম বেগম ফসলের জমিতে সয়াবিন তুলছিলেন। দুপুরের সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। কুলসুম এ সময় ফসলি জমিতে লুটিয়ে পড়েন। স্থানীয় ব্যক্তিরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দুপুরে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম নামের এক কিষানির মৃত্যু হয়েছে। ফসলের মাঠ থেকে লাশ উদ্ধার করে তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা ওই লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।