৩ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধায় বিশেষ ব্যবস্থায় আমদানি-রপ্তানি শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরপ্রথম আলোর ফাইল ছবি

ইন্টারনেট বন্ধ থাকায় সার্ভার জটিলতায় টানা তিন দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার বিকেল থেকে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিশেষ ব্যবস্থায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, অনলাইন সেবা বন্ধ থাকায় জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় (অফলাইনে) গতকাল বিকেল সোয়া চারটার দিকে স্বল্প পরিসরে আমদানি–রপ্তানি শুরু হয়। সোনালী ব্যাংক অফলাইনে চালানের মাধ্যমে টাকা জমা নিতে চেয়েছে। এ ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ এনবিআরের অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করতে চেয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভারত থেকে আমদানি করা পাথর নিয়ে ১৫টি গাড়ি (ট্রাক) বন্দরে ঢোকে।