সাতক্ষীরায় মুঠোফোনে ডেকে নিয়ে রংমিস্ত্রিকে হত্যার অভিযোগ

সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরায় শেখ আবদুস সালাম (৪৫) নামের এক রংমিস্ত্রিকে মুঠোফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম একই এলাকার শেখ আবুল কাশেমের ছেলে।

নিহত সালামের ভগ্নিপতি মো. মহসীন হোসেন বলেন, গতকাল রাত ৯টার দিকে কে বা কারা সালামকে মুঠোফোনে কল করে ডেকে নিয়ে যায়। পরে তাঁকে গ্রামের একটি আমবাগানের মধ্যে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে সালাম সেখান থেকে গুরুতর আহত অবস্থায় পাশের একটি বাড়িতে গিয়ে সাহায্য চান। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, শেখ আবদুস সালামের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় সালামের বুকে আঘাতের চিহ্ন ছাড়াও বাঁ পায়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া শরীরে ছোট কয়েকটি জখমের চিহ্নও আছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেননি।